২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে ওভারটেক করার সময় দুই বাসের সংঘর্ষ, হতাহত ১৫

- ছবি : নয়া দিগন্ত

রংপুরে ওভারটেক করতে গিয়ে দু’টি কোচের সংঘর্ষে দু’জন নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের মাদারহাটে এই দুর্ঘটনা হয়।

বড়দরগা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেস্টওয়ান পরিবহনের একটি কোচকে ওভারটেক করার সময় হানিফ পরিবহনের কোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে দু’টি গাড়ি দুর্ঘটনার কবলে পরে। ঘটনাস্থলেই মারা যান দু’জন।

তিনি আরো জানান, এদের মধ্যে মিন্টু মিয়া (৩০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মিঠাপুকুর উপজেলার হৈবতখা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মৃত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত দু’জনকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকি ১১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাস দু’টিকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।

আবুল হোসেন, আকবর আলী, তাসলিমাসহ একাধিক যাত্রীরা জানিয়েছে, হানিফ পরিবহনের চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। মডার্ণ মোড় থেকে ওঠার পর থেকেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। বার বার যাত্রীরা বারণ করলেও চালক কোনো কথা শোনেননি। সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা হয়।


আরো সংবাদ



premium cement
বিরল রোগে আক্রান্ত আনহা বাঁচতে চায় ৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড আইভরি কোস্টের ৪৬ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন আল্লাহ তায়ালা আমাদের নির্ধারণ করে পাঠিয়েছেন : ইসি সানাউল্লাহ নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ ধরছে : উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিনসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল, শুনানি আগামী ১৬ জানুয়ারি ঝালকাঠিতে নারীর লাশ উদ্ধার ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৮৪২ মামলা বন্দরে অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের

সকল