২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভূরুঙ্গামারীতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

ভোগান্তিতে কয়েক হাজার মানুষ
- ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে যাওয়ার একমাত্র পাকা সড়কটি দেবীবাড়ি নামক এলাকায় ভেঙে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই ইউনিয়নটির প্রায় ২০ হাজার মানুষ।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বুধবার দেবীবাড়ি এলাকায় পাকা সড়কের প্রায় সম্পূর্ণ অংশ ভেঙে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। এতে সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সড়ক ভেঙে গর্ত হওয়ায় সাইকেল ও মোটরসাইকেল ছাড়া অন্য যানবাহন চলাচল করতে পারছে না। উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য ঠিকাদারকে বলা হয়েছে।’

বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সংস্কার কাজ শুরু হয়নি।


আরো সংবাদ



premium cement