২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুড়িগ্রামে বাড়ছে পানি, তিস্তা-ধরলার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে

- ছবি - ইন্টারনেট

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার। নিমজ্জিত হয়ে পড়েছে নদ-নদী তীরবর্তী চর-দ্বীপচর ও নিম্নাঞ্চলগুলো। তলিয়ে গেছে কিছু ঘরবাড়ি ও মৌসুমী ফসলের ক্ষেত। বিভিন্ন স্থানে গ্রামীণ কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষজন।

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের পাঁচটি স্পটে দেখা দিয়েছে তীব্র ভাঙন। তিস্তার ভাঙনে বুড়ির হাট স্পার দেবে যাওয়ায় বালির বস্তা ফেলে ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সকাল ৯টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার এবং শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


আরো সংবাদ



premium cement