অর্থ সঙ্কটে বেশিভাগ মানুষই ঈদ করতে পারছে না: জিএম কাদের
- সরকার মাজহারুল মান্নান, রংপুর অফিস
- ১৭ জুন ২০২৪, ১০:৪৬
অর্থ সঙ্কটের কারণে দেশের বেশিভাগ মানুষই ঈদ করতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা। সবাইকে ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (১৭ মে) রংপুর মডেল মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। এসময় দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, উপদেস্টা ও জেলা আহবায়ক আলাউদ্দিন মিয়াসহ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এসময় জিএম কাদের বলেন, ‘আজকে ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী যে যেখানেই আছেন, সবাইকে আমার এবং দলের পক্ষ থেকে শুভেচ্ছা। ঈদ মোবারক। সাধারণভাবে মানুষ ভালো নেই। বেশির ভাগ মানুষ অর্থকস্টে আছে। উৎসবে বিভিন্নভাবে সঠিকভাবে অংশ নিতে পারছেন না। বিভিন্নভাবে কস্টে দিন পালন করছেন। আমাদের যারা স্বচ্ছল, আমি মনে করি যাদের সামর্থ আছে। তারা তাদের পাশে দাঁড়াবেন। সবাই মিলে আনন্দ উৎসব করলেই সেটাই হবে প্রকৃত উৎসব। সবাইকে শরিক করতে হবে। এটা আমাদের সামাজিক দায়িত্ব।’
সরকারের কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করে জিএম কাদের বলেন, ‘ সরকার যেভাবে দেশ চালাচ্ছেন। তাতে আমরা হতাশ। এখন পর্যন্ত গরিব মানুষ যারা। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে। যারা চাকরি অভাবে বেকার দিনযাপন করছে। তাদের অসহায়ত্ব দূর করার জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য অথবা চাকরির সুযোগ সৃষ্টি করার জন্য তেমন কোনো উদ্যোগ দেখছি না সরকারের পক্ষ থেকে। এটা দুর্ভাগ্যজনক। আমার আশা করব, সরকার জনগণকে বাঁচাতে এগিয়ে আসবেন। জনগন যাতে সঠিক অর্থে সুন্দর একটি দেশ, যে দেশের জন্য স্বপ্ন দেখেছিলাম, বৈষম্যহীন একটি দেশ। যেদেশে আমরা কেউ অত্যাচার নিপীড়নের শিকার হবো না কোন সময়। সেই রকম একটা দেশ যেন আমরা আবার পাই। আমি সরকারকে আহবান জানাবো সেভাবে কাজ করতে।‘
জিএম কাদের বলেন, ‘দেশবাসীকে আহবান জানাবো আপনারা একত্রিত হোন যাতে করে আমরা বৈষম্যহীন সুখি সম্মৃদ্ধশালি সমাজ ও দেশ আমরা গড়ে তুলতে পারি। সুন্দর দেশে নিয়ে আমরা সামনের দিকে সুখি জীবনযাপন করতে পারি।’
বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠের বদলে মডেল মসজিদে। সেখানে সকাল ৮টায় এবং সকাল ৯টায়। এখানে জিএম কাদের, মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবন্দসহ মুসল্লিরা নামাজে অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা