২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদের নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগা মাঠ, চলবে বিশেষ দুটি ট্রেন

ঈদের নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগা মাঠ, চলবে বিশেষ দুটি ট্রেন - ছবি : সংগৃহীত

দেশের সর্ববৃহৎ ঈদগা দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগা মাঠে ৩ লাখের বেশি মুসল্লি একসাথে ঈদুল আজহার নামাজ আদায় করবেন বলে আশা করছেন আয়োজকরা। এজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি নামাজিদের যাতায়াতের সুবিধার্থে চলাচল করবে ২টি বিশেষ ট্রেন। সকাল সাড়ে ৮টায় একমাত্র প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, রংপুরের র‍্যাব-১৩ এর ব্যাটালিয়ন কমান্ডার কামরুল হাসান, উপ-অধিনায়ক মেজর এইচ এম ওমর ফারুক, দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

হুইপ ইকবালুর রহিম বলেন, গেল ঈদুল ফিতরে এক সাথে ৫ লাখের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছিল। এবার পশু কুরবানির কারণে নামাজির সংখ্যা কিছুটা কম হলেও বিপুল সংখ্যক মুসল্লি নামাজে অংশ গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, ‘নামাজে অংশগ্রহণের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছেন। এর একটি পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সুলতানপুর, সেতাবগঞ্জ, মঙ্গলপুর হয়ে দ্বিতীয় ট্রেনটি পাবর্তীপুর থেকে ছেড়ে মন্মথপুর কাউগাঁ চিরিরবন্দর হয়ে দিনাজপুর স্টেশন পর্যন্ত নামাজিদের বহন করে আনবে আবার নিজ নিজ স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে।’

মেজর এইচ এম ওমর ফারুক বলেন, রংপুর বিভাগের ঐতিহ্য ২৩ একরের ঐতিহ্যবাহী বিশাল ঈদগা মাঠের নিরাপত্তায় মাঝ মাঠে ওয়াচ টাওয়ার, র‍্যাব, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোন, সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে পুরো এলাকা।

তিনি আরো বলেন, কোনো নাশকতার আশঙ্কা করছেন না তারা। সার্বিক পরিস্থিতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় থাকবে অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিমসহ পুলিশ কন্ট্রোল রুমের সদস্যরা।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে : শ্রম সচিব ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ৯৩৪ নোয়াখালীর আ’লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার ঢাকায় যখন-তখন সংঘর্ষ-বিক্ষোভ, ইচ্ছে হলেই রাস্তা বন্ধ বিনা সুদে লাখ টাকা ঋণের প্রলোভন : মূল হোতা মোস্তফা আটক উন্নয়ন ব্যয়-বিনিয়োগ স্থবিরতায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা পরিকল্পনা উপদেষ্টার দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে : সেলিম উদ্দিন ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সকল