দেশ অর্থনৈতিকভাবে চরম সঙ্কটে : জিএম কাদের
- রংপুর অফিস
- ১৫ জুন ২০২৪, ২০:১০
বাংলাদেশ অর্থনৈতিকভাবে বর্তমানে চরম সঙ্কটে রয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, স্বাধীনতার পরে এমন সঙ্কট কোনো সময় হয়েছে কিনা তার জানা নেই। এই সঙ্কটের পেছনে সরকারকে দায়ি করলেন তিনি। এই অর্থনৈতিক সঙ্কটের সিংহ ভাগই সরকারের কারনে হয়েছে।
শনিবার (১৫ জুন) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চার দিনের সফরে এলে তাকে জেলা ও পুলিশ প্রশাসন গার্ড অফ অনার দেয়। পরে নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।
এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফী, উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, নির্বাহী সদস্য লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
এ সময় জিএম কাদের বলেন, অপ্রয়োজনীয় অনেক মেগা প্রজেক্ট করেছে সরকার। এতে বর্তমান এই সঙ্কট দেখা যাচ্ছে। আমাদের বিমান বাহিনী, সেনাবাহিনী, কোস্ট গার্ড অনেক শক্তিশালী বলে জানতাম, কিন্তু তাদের কোনো ভূমিকাই দেখা যাচ্ছে না। বর্তমান দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব।
জিএম কাদের বলেন, সেন্টমাটিনে মিয়ানমারের আঘাতের চাপ সামলাতে না পারলে শেষে তাদের ছেড়ে দিয়ে সরকার মহানুভবতার পরিচয় দেবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা