২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও অটোচার্জারের (ব্যাটারিচালিত রিকশা) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক নজরুল ইসলাম (৪৮) ও অটোরিকশার যাত্রী জাহানারা বেগম (৫০)। নিহত জাহানারা বেগম পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রমানিক হোসেনে স্ত্রী এবং নজরুল ইসলাম ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের মরহুম খাজের উদ্দিন মন্ডলের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত দুই যাত্রী হলেন পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের কাশেম আলী (৬০) এবং তার স্ত্রী জিন্না খাতুন (৫০)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অটোরিকশাটি বারাইহাট থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ীর উদ্দেশে যাওয়ার সময় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকায় সড়কের একটি মোড় অতিক্রম করার সময় (ঢাকা মেট্রো ট-১৬-৩৪-২৬) একটি ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনা স্থলেই আটোরিকশাচালক ও একজন যাত্রী মৃত্যু বরণ করেন। অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চালক ও সহযোগীসহ ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement