রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুন ২০২৪, ১৯:০৭
পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে সোমবার সকালে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, রিকের উপ-পরিচালক আবু রিয়াদ খান, রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ফেরদৌসি বেগম, পঞ্চগড় এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামাণিক প্রমুখ।
চক্ষু ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, তিন শ' রোগীকে চশমা, দুই শ'জনকে লাঠি দেয়া হয়। এ সময় অপারেশনের জন্য ১৩০ জন রোগীকে বাছাই করা হয়।
বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা