২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নিখোঁজের ৮ দিন পর

ধানক্ষেত মিললো মাদরাসা ছাত্রের লাশ : দুলাইভাইসহ গ্রেফতার ২

- ছবি : নয়া দিগন্ত

নিখোঁজের আট দিন পর রুবেল হোসেন (১৫) নামের এক মাদরাসা ছাত্রের লাশ মিললো ধান ক্ষেত থেকে। গ্রেফতার করা হয়েছে মৃতের দুলাভাই ও দুলাভাইয়ের বন্ধুকে।

সোমবার রাত ১০টায় রংপুরের পীরগাছার বড়দরগা ছোট কল্যানী মোদকপাড়ার খোকন চন্দ্র মহন্তের ধানক্ষেত থেকে ওই শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশের কোমড়ের ওপরের অংশে শুধু হাড় ছিল।

রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) উৎপল কুমার রায়, গত ২ জুন বড়দরগা বাজার এলাকার বড় দরগা কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটারের ক্লাস করতে গিয়ে নিখোঁজ হন স্থানীয় ভোট কলোনি তালতলা এলাকার বেল্লাল হোসেনের ছেলে রুবেল হোসেন। পরের দিন রুবেলে ফোন থেকে তার বাবার ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপন চেয়ে একটি কল আসে। মুক্তিপন না দিলে মেরে ফেলার হুমকি দেয়া হয়। বিষয়টি সাথে সাথে থানায় সাধারণ ডায়েরী করেন রুবেলের মামা আমিরুল ইসলাম। পরবর্তীতে বেল্লাল গত ৬ জুন মাহিগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহযেগিতায় রুবেলের দুলাভাই হাসান আলী আপেল (২৫) ও তার বন্ধু সোহাগ চন্দ্র মোহন্তকে (২৪) গ্রেফতার করে। পরবর্তীতে সোমবার রাতে তাদের দেখিয়ে দেয়া ওই ধানক্ষেত থেকে রুবেলের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি উৎপল আরো জানান, কেন তাকে অপহরণ ও হত্যা করলো বিষয়টি তদন্ত চলছে। খুব শিগগিরই সেটি জানা যাবে।

রুবেলের বাবা বেল্লাল হোসেন জানান, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই। সে আমার জামাই হোক আর যেই হোক না কেন।


আরো সংবাদ



premium cement
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে : শ্রম সচিব ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ৯৩৪ নোয়াখালীর আ’লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার ঢাকায় যখন-তখন সংঘর্ষ-বিক্ষোভ, ইচ্ছে হলেই রাস্তা বন্ধ বিনা সুদে লাখ টাকা ঋণের প্রলোভন : মূল হোতা মোস্তফা আটক উন্নয়ন ব্যয়-বিনিয়োগ স্থবিরতায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা পরিকল্পনা উপদেষ্টার দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে : সেলিম উদ্দিন ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সকল