২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

রোববার (৯ জুন) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি করা একটি বাছুর ও একটি সেচ পাম্প উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন ফরিদুল হক (২৫), রুবেল হোসেন (২৫) ও জুয়েল মিয়াকে (২০)। গ্রেফতার ফরিদুল জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় এলাকার আমজাদ দেওয়ানির ছেলে। জুয়েল একই ইউনিয়নের খাটামারী এলাকার নছর উদ্দিনের ছেলে। রুবেল একই এলাকার সাজু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার (৭ জুন) রাতে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাটামারী এলাকার মিজানুর রহমান নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি সেচ পাম্প চুরি হয়। অপরদিকে গত শনিবার (৮ জুন) রাতে খায়রুল ইসলাম নামের আরেক ব্যক্তির বাড়ি থেকে একটি লাল রঙের বাছুর চুরি হয়।

ভূরুঙ্গামারী থানা পুলিশ রোববার সন্ধ্যায় চুরি হওয়া বাছুর ও সেচ পাম্প উদ্ধার করে চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করে। তাদের নামে সাত থেকে আটটি করে মাদক ও চুরি মামলার রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন বলেন, গ্রেফতার আন্তঃজেলা চোরচক্রের সদস্য ফরিদুলের বিরুদ্ধে কুড়িগ্রাম, রংপুর ও জামালপুরে সাতটি মাদক ও চুরি মামলা রয়েছে। রুবেলের বিরুদ্ধে কুড়িগ্রামের বিভিন্ন থানায় আটটি মাদক ও চুরি মামলা আছে। জুয়েলের বিরুদ্ধে কুড়িগ্রাম ও লালমনিরহাটে সাতটি মাদক ও চুরি মামলা আছে। তাদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় চুরি মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

সকল