২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে পাওনাদাররা।

শনিবার (৮ জুন) দুপুরে পাওনাদাররা মুনের মুন্সিপাড়াস্থ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এ ঘটনা ঘটায়।

নিহত মুন সরকার শহরের মুন্সিপাড়া এলাকার কাগজ ব্যবসায়ী। তিনি মুন্সিপাড়া এলাকার রমেন্দ্রনাথ সরকারের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে পাওনাদাররা মুনের মুন্সিপাড়াস্থ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করে। খালপাড়া এলাকার জনৈক গাফ্ফারসহ তার কয়েকজন সাথী মিলে এ হত্যাকাণ্ট ঘটায়। এ সময় স্থানীয়রা মুনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। এদিকে হত্যা নিশ্চিত জানতে পেরে গাফ্ফার ও তার সহযোগীরা মুহুর্তেই চম্পট দেয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মুন মুন্সিপাড়া কালি মন্দির চত্বরে স্থাপিত একটি দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেন। ব্যবসা মন্দা যাওয়ায় সে দোকানটি সাবলেট দেয়ার উদ্দেশে খালপাড়া এলাকার গাফ্ফারের কাছ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম গ্রহণ করে। পরে মন্দির কমিটি দোকান সাবলেট দেয়া যাবে না মর্মে জানিয়ে দিলে মুন আর সাবলেট দিতে পারেনি। ফলে গাফ্ফার টাকা ফেরৎ চায়। ইতোমধ্যে ২৫ হাজার টাকাও ফেরৎ দেয়া হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। ঘটনার সময় বাকি ২৫ হাজার টাকা নিতে আসে গাফ্ফার ও তার সঙ্গীরা। তারা টাকা দিতে তালবাহানা ছাড়ার কথা বললে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় মুনের স্ত্রীও ছুটে আসে। তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পাওনাদাররা। একপর্যায়ে এলোপাথারী কিল-ঘুষি দিলে পূর্বেই হার্টে রিং লাগানো মুন সরকার মৃত্যু হয়।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, নিহত মুনের ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement