২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু, গ্রেফতার ৩

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু, গ্রেফতার ৩ - প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৭ জুন) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মুশা হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সুফলা দেবী (৬৫)। তিনি মুশা হিন্দুপাড়া গ্রামের পরলোকগত রজনী কান্ত রায়ের স্ত্রী।

এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সুফলা দেবী ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল। প্রতিপক্ষরা তা দেখে জমি চাষে বাঁধা দেয়। এ সময় উভয়পক্ষের মাঝে তর্ক বাঁধে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের আঘাতে সুফলা দেবী (৬৫) গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফলা দেবীর মৃত্যু হয়। তাদের উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ও এস আই নূর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফাতার করে।

গ্ৰেফতারকৃতরা হল কিশোরগঞ্জ উপজেলার মুশা হিন্দু পাড়া গ্ৰামের কেফার চন্দ্রের পুত্র উজ্জ্বল (১৯), বিন্নাকুড়ি রুপচান পাড়া গ্ৰামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা (৬১) ও বড়ডুমরিয়া কামারপাড়া গ্ৰামের সুরজিত চন্দ্র ওরফে কাল্টুর স্ত্রী অনিতা (৩৪)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল শুক্রবার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড

সকল