গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
- গাইবান্ধা প্রতিনিধি
- ২০ মে ২০২৪, ২০:২৮
গাইবান্ধায় মাদক মামলায় সিমা খাতুন (৪৫) নামের এক নারীকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ময়নুল ইসলাম নামের অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: ফিরোজ কবীর এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সিমা খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের খোকন মোলার স্ত্রী ও দিনাজপুরের কোতয়ালি থানার আজিজুল হকের মেয়ে।
রায় ঘোষণার সময় সিমা খাতুন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হিরোইন ও ছয় বোতল ফেন্সিডিলসহ মাদককারবারি সিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আজ (সোমবার) আদালতে এই রায় প্রদান করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বদরুন্নাহার বেবী। তিনি বলেন, তিনি এই মামলার রায়ে সন্তুষ্ট। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিল না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা