২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির

- ছবি : প্রতীকী

গাইবান্ধার পলাশবাড়িতে জমি-জমার সংক্রান্ত জেরে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার রিরামের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

পাপিয়া উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামের ভিটা গ্রামের মরহুম নুরুল ইসলাম মাস্টারের মেয়ে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাদ আজ দুপুর দুইটার দিকে দৈনিক নয়া দিগন্ত পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাপিয়া ও তার চাচা দুলা মিয়ার সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে আজ সকালে দুলা মিয়া তার ছেলে রাব্বিকে নিয়ে জোরপূর্বক গাছ লাগাতে যান। এতে পাপিয়া বাধা দিলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলা মিয়া হাতে থাকা ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে। এতে পাপিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গাইবান্ধা থানার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহ বলেন, পারভিন নামের এক নারীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি করা হচ্ছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement