২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাইবান্ধা শহরে চুরি পট্টিতে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই

- ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধা শহরের কাচারি বাজার চুরি পট্টিতে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে একটি দোকান ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, ওই সময় হঠাৎ করে একটি দোকান ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে পরে আরো চারটি ইউনিট আসে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটসহ স্থানীয়দের চেষ্টায় প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ১৫টি দোকানের মধ্যে রয়েছে কসমেটিক, কাঁপড় ও শিশুদের খাবারে দোকান।

স্থানীয়রা আরো জানায়, দোকানগুলোতে একে একে আগুন ধরছিল। স্থানীয় ও দোকানের মালিকরা পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অন্যদিকে, দোকানমালিক ঝুঁকি নিয়ে আগুন লাগা ঘরগুলো থেকে পণ্য সরানোর চেষ্টা করতে দেখা যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আগুনে পুড়ে ক্ষতির পরিমাণও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে পরে জানা যাবে।


আরো সংবাদ



premium cement