২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
লাইট ল্যান্ডিং সিস্টেম ত্রুটি

সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ

সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ - প্রতীকী ছবি

লাইট ল্যান্ডিং সিস্টেম ত্রুটির কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ সন্ধ্যা ৭টা থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এতে ঢাকা-সৈয়দপুরে তিনটি করে ফ্লাইটের প্রায় ৩০০ যাত্রী আটকা পড়েছেন।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানিয়েছেন, রোববার (১২ মে) বিকেল সোয়া ৫টার দিকে বিমানবন্দরের রানওয়ের লাইন শটসার্কিট হয়ে যায়। লাইট ল্যান্ডিং সিস্টেমে ত্রুটি দেখা দেয়। সাথে সাথে আমরা রানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেই। সে কারণে বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়।

তিনি আরো জানান, এ কারণে ইউএস বাংলা ও নভো এয়ারের তিনটি ফ্লাইট নামতে পারেনি। এ ঘটনার পর বিমানবন্দরে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন। ঢাকা থেকেও সৈয়দপুর গামী প্রায় ১০০ যাত্রী ঢাকা বিমানবন্দরে আটকে আছেন।

ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আরো জানান, ত্রুটি সারানোর চেষ্টা চলছে। তবে কখন তা সচল হবে বলা যাচ্ছে না। আপাতত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া সৈয়দপুর গামী যাত্রী আহসান হাবিব জানান, আমি ইউএস এয়ার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের যাত্রী ছিলাম। বিমানবন্দরে এসে বসে ছিলাম। হওয়া ১০টার দিকে আমাদেরকে বলা হয়েছে ত্রুটির কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামা বন্ধ থাকায় ফ্লাইট বাতিল করা হয়েছে। আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে আগামীকাল সকাল ৭টায় বিমানবন্দরে আসতে বলা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement