২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচন

মেঝ ভাই ও ভাতিজাকে হারিয়ে ছোট ভাই বিজয়ী

- ছবি : নয়া দিগন্ত

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে মেঝো ভাই ও ভাতিজাকে হারিয়ে ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।

বুধবার রাত ৯টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: দলিল উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

গত সংসদ নির্বাচনে বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার একাংশ নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনে লড়েছিলেন মাজহারুল ইসলাম সুজন ও আলী আসলাম জুয়েল। তারা দু’জন সম্পর্কে চাচাত ভাই।

মাজহারুল ইসলাম সুজন সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে এবং আলী আসলাম জুয়েল মোহাম্মদ আলীর ছেলে।

বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ৫৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে মো: সফিকুল ইসলাম (আনারস) প্রতীকে ৬৩ হাজার ৭৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজের মেঝো ভাই মোহাম্মদ আলী (মোটরসাইকেল) প্রতীকে ১২ হাজার ৬২ ভোট পেয়েছেন। মোহাম্মদ আলীর ছেলে মো: আলী আফসার মুকুট প্রতীকে ২২১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, গত সংসদ নির্বাচনে দুই চাচাত ভাইয়ের পর উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই করেছেন ওই পরিবারেরই আপন দুই ভাই ও ভাতিজা।


আরো সংবাদ



premium cement