ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেয়ার সময় যুবক আটক
- ঠাকুরগাঁও প্রতিনিধি
- ০৮ মে ২০২৪, ১৯:৪৪
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনকালীন জাল ভোট দেয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৮ মে) দুপুরে জাল ভোট দেয়ার সময় তাকে আটক করা হয়।
আটক রকিবুল বড় পলাশ বাড়ির জালাল বস্তি গ্রামের মো: জাহাঙ্গীর মিয়ার ছেলে।
জানা যায়, বালিয়াডাঙ্গীর বড় পলাশ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার সময় মো: রকিবুল নামের যুবককে আটক করেছেন প্রিজাইডিং অফিসার মো: নাজমুল হোসাইন কর্তৃক আটক হয়।
বড় পলাশ বাড়ি ইউনিয়ন বড় পলাশবাড়ি সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং মো: নাজমুল হোসেন জানিয়েছেন, তিনি দুপুরের দিকে জাল ভোট দেয়ার সময় আচরন সন্দেহ হলে রকিবুল নামের এক যুবককে আটক করা হয়। জিজ্ঞাবাদে সে জাল ভোট দেয়ার কথা স্বীকার করে। পরে তাকে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছে।
দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বলেন, তাকে জাল ভোট দেয়ার দায়ে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। কিছুক্ষণের মধ্যে আইনি যে ব্যবস্থা রয়েছে বিধি-বিধান মোতাবেক সেটা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা