হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ মে ২০২৪, ১২:৪৬
দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক আছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বলেন, আজ (বুধবার) হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে এখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো জানান, চিঠির মাধ্যমে বিষয়টি ভারতের ব্যবসায়ীদের জানানো হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।
এ দিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল বলেন, উপজেলা নির্বাচনের কারণে স্থলবন্দরের মাধ্যমে পণ্য আনা-নেয়া বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা বাংলাদেশ-ভারতে আসা-যাওয়া করতে পারবেন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা