নিষেধাজ্ঞা নেই তবুও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
- হিলি প্রতিনিধি
- ০৭ মে ২০২৪, ১২:২৪, আপডেট: ০৭ মে ২০২৪, ১২:২৫
দীর্ঘ ৫ মাস পর ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও পেঁয়াজ রফতানিতে ভারতের ৪০ শতাংশ শুল্ক আরোপ থাকায় বাংলাদেশে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক সেলিম উদ্দিন মন্ডল বলছেন, ইতোপূর্বে ভারত সরকারের আরোপ করা ৪০ শতাংশ রফতানি শুল্ক প্রত্যাহার না হলে, অনুমতি দিলেও পেঁয়াজ আমদানি করা সম্ভব হবে না।
আমদানিকারক শহিদুল ইসলাম বলছেন, বিদ্যমান ৪০ শতাংশ রফতানি শুল্ক পরিশোধ করে প্রতি কেজি আমদানিতে অতিরিক্ত ২৫ টাকা গুণতে হবে। এতে করে বন্দর চার্জসহ সকল খরচা মিটিয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৭০ টাকার ওপরে। তাই বর্তমান দেশের বাজার অনুযায়ী এই দামে পেঁয়াজ আমদানি করলে ক্ষতির মুখে পড়তে হবে। তাই ক্ষতির আশঙ্কায় আমদানিকারকরা পেঁয়াজ আমদানিতে উৎসাহ হারিয়ে ফেলছে।
এদিকে হিলি উদ্ভিদ সংরোধ অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে হিলি স্থলবন্দরের ২০ জন আমদানিকারক নতুন করে ২৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা