এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব
- মো: রেজোয়ান ইসলাম, ডিমলা (নীলফামারী)
- ০২ মে ২০২৪, ১৯:৪১
নীলফামারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব মো: জাহাঙ্গীর আলম বলেছেন, কে কোন পদপ্রার্থী। কে মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, সচিবের আত্মীয়, ভাই, শ্যালক-সমন্ধি এগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। নিরপেক্ষভাবে কাজ করলে যদি কোনো বিপদে পড়েন অবশ্যই নির্বাচন কমিশন আপনাদের সাথে থাকবে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, আপনারা যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা আপনারা যদি নিরপেক্ষভাবে সততার সাথে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন না করেন। আমরা যত পুলিশ, বিজিবি ম্যাজিস্ট্রেট দেই না কেন, কোনো কিছুতেই কাজ হবে না।
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে ইসি সচিব আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতখানি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরেছি উপজেলা পরিষদ নির্বাচন তার চাইতেও আরো স্বচ্ছ, নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে। এর কোনো বিকল্প নেই।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম সেবা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আজিজুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা, সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায়, ডিমলা উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা