০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

- ছবি - ইন্টারনেট

দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় উপজেলার টিঅ্যান্ডটি এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক গোলাম রাব্বি ও সহকারী রেজওয়ান। দু’জনই জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক ও হেলপার মারা গেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। একটি ট্রাকের চালক এবং হেলপারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।


আরো সংবাদ



premium cement