গোবিন্দগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) সংবাদদাতা
- ২১ এপ্রিল ২০২৪, ১৯:৪৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন বরিশালের মুলাদী থানাধীন গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের মরহুম আনোয়ার হোসেন ঘারামীর ছেলে আলমাছ হোসেন (৩৪) এবং লালমনিরহাটের আদিতমারী থানাধীন মহিষ খোচা সরকার পাড়া গ্রামের নবিয়ার রহমান প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক নয়ন (২৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত দেড়টার দিকে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। ওই সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এতে কাভার্ডভ্যানে থাকা ৪০০ বোতল ফেন্সিডিল জব্দসহ ওই মাদককারবারিদের গ্রেফতার করা হয়। একই সাথে তাদের গাড়িও জব্দ করা হয়।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদককারবারিরা দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্য মাদককারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা