২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন খান সোহেলসহ নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে এই কর্মসূচি পালন করে দলটি। এতে মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, তাঁতিদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেন।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সুলতানুল আলম বুলবুল, মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, কৃষক দলের আহ্বায়ক শাহ নওয়াজ লেবু, যুবদলের মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলামসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তারা অভিযোগ করেন, মিথ্যা মামলা এবং ফরমায়েশী রায় দিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের কারাবন্দী, হয়রানি করে অবৈধভাবে ক্ষমতার মসনদ দৃঢ় করতে চাইছে। তাদের এই আশা কখনোই পূরণ হবে না। গণতন্ত্র এবং জনগণের অধিকার ফিরিয়ে আসা পর্যন্ত এই আন্দোলন চলবে।

এসময় বেগম খালেদা জিয়া, হাবিব উন নবী খান সোহেলসহ সকল নেতাকর্মীর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারেরে দাবিও জানান তারা। বলেন, মামলা জেল দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।


আরো সংবাদ



premium cement