২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু

- ছবি - নয়া দিগন্ত

টানা ছয় দিনের ছুটি শেষে আজ সোমবার থেকে আবারো শুরু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম।

ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে গত ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ঘোষণা করে বন্দরের ব্যবসায়ী সংগঠনগুলো।

এদিকে আমাদানিকৃত পণ্য পরিবহনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাকগুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিরতে শুরু করেছে।

বন্দরের বে-সরকাবি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে বন্দরের শ্রমিক কর্মচারীরা বন্দরে প্রবেশ করেছে এবং কাজে যোগ দিয়েছে। বন্দরের অভ্যন্তরে ট্রাকে পণ্য ওঠানামা ও ছাড়করণের কাজও শুরু হয়েছে।

দীর্ঘ ছুটির পর বন্দরের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।


আরো সংবাদ



premium cement