২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঠাকুরগাঁও চেম্বার নির্বাচন : ভোটার হয়েছেন নাপিত ঝাড়ুদার মিস্ত্রি দিনমজুর!

ঠাকুরগাঁও চেম্বার নির্বাচন : ভোটার হয়েছেন নাপিত ঝাড়ুদার মিস্ত্রি দিনমজুর! - নয়া দিগন্ত

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বিতাকারী আলমগীর-মুরাদ-সুদাম প্যানেলের নেতারা। শনিবার (১৩ এপ্রিল) বেলা ৩টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগ তুলে ধরেন।

অভিযোগে বলা হয়, আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এ নির্বাচনকে ঘিরে বিপুল সংখ্যক নতুন সদস্য করা হয়েছে। যাদের অনেকেই নাপিত (সেলুন কর্মী), ঝাড়ুদার, হোটেলের মেছিয়ার, দিনমজুর, ইলেকট্রনিক মিস্ত্রি, কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি, গিমাগার ও জুটমিলের শ্রমিক ইত্যাদি। তাদের কেউ আদৌ কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক না। এমনকি চেম্বারের আইন অনুযায়ী সদস্য পদ পাওয়ার যোগ্যও নন। এদের অনেকের আবার সদস্য হওয়ার পর করা হয়েছে টিন সার্টিফিকেট, যা নিয়ম-বহির্ভূত। শুধু মাত্র একটি পক্ষকে সুবিধা দেয়ার উদ্দেশ্য এমনটা করা হয়েছে।

লিখিত বক্তব্যে তারা দাবি জানান, আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য চেম্বার নির্বাচন স্থগিত করে নতুন করে ভোটার যাচাইবাছাই করতে হবে। সদস্য হওয়ার যোগ্য নন- এমন সদস্যদের বাদ দিতে হবে। নিয়মমাফিক যোগ্য ও বৈধ ভোটারদের ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অন্যথায় নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে না। এতে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে।

নেতৃবৃন্দ আরো জানান, উল্লেখিত দাবি-সম্বলিত একটি স্মারকলিপি ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চেম্বারে নিযুক্ত প্রশাসক এবং নির্বাচন কমিশনার বরাবর জমা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উল্লেখিত প্যানেলের আহসান হাবিব আলমগীর, মুরাদ হোসেন, সুদাম সরকার, শাওন চৌধুরী, মারুফ হোসনসহ অন্যান্য ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সকল