গাইবান্ধা জেলায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোবিন্দগঞ্জের গুলিয়ার ঈদগাহ মাঠে
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ১০ এপ্রিল ২০২৪, ২২:৩৮
গাইবান্ধা জেলার সবচেয়ে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গুলিয়ার মাঠে। প্রতিবছর এ ঈদগাহ মাঠে ২৫ থেকে ৩০ হাজার মুসল্লী ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
ঐতিহ্যবাহী গুলিয়ার এ মাঠে গোবিন্দগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী সাঘাটা, ফুলছড়ি ও সোনাতলা উপজেলা থেকে মুসল্লীরা ঈদের নামাজ পড়তে আসেন। ইতোমধ্যেই মাঠটিকে প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন সাজে সজ্জিত মাঠে প্রতিবারের ন্যায় বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিত ঘটবে বলে আশা করছে ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা কমিটির।
এবারে এ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন মুফতি মাওলানা বিল্লাল বিন নওয়াব। সকাল ৯টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ মাঠের নিয়মিত মুসল্লী মোফাজ্জল হোসেন জানালেন, শতবছর পূর্ব থেকে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। গাইবান্ধা জেলার মধ্যে সর্ববৃহৎ এ মাঠে নামাজ পড়ে অন্যরকম একটি আত্মতৃপ্তি পাওয়া যায়। তাই এ উপজেলা ছাড়াও পাশের উপজেলাগুলো থেকে মুসল্লীদের সমাগম ঘটে।
এদিকে, গোবিন্দগঞ্জ আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান কুঠিবাড়ী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া জানান, গোবিন্দগঞ্জ উপজেলায় ৪ শতাধিক ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা