২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত - ছবি : নয়া দিগন্ত

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ছোটো ভাই নিহত ও বড় ভাই মারাত্মক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটা এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (২৮)। আহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৩২)। তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনেরকুঠি গ্রামের মৃত মনছার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটা এলাকায় একটি ট্রলির চাকা খুলে গেলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম ও তার বড় ভাই আব্দুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান। আব্দুর রহমান মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, আব্দুর রহমান ও তার ছোটো ভাই আব্দুর রহিম ভূরুঙ্গামারী হাট থেকে গরু কেনার জন্য মোটরসাইকেলে ভূরুঙ্গামারী গিয়েছিল। আব্দুর রহিম মোটরসাইকেল চালাচ্ছিল।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার কেএম আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার শিকার দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের একজন আব্দুর রহিম। তাকে মৃত অবস্থা জরুরি বিভাগে আনা হয়। অপরজন আব্দুর রহমান। তার মাথা, মুখ ও বাম চোখে গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ট্রলিটি আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

সকল