২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সারাদেশে ২০ হাজার নারী ও পুরুষ কৃষি উদ্যোক্তা তৈরি করবে সরকার

আঞ্চলিক বিপনন কর্মশালা - ছবি : নয়া দিগন্ত

সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে সরকার। এজন্য তাদেরকে অন দ্যা জব প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ইনকিউবেশন সাপোর্টের মাধ্যমে ৫টি কৃষি পণ্যের প্রক্রিয়াজাত ও রফতানি নিশ্চিতে ৭৬০ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করেছে কৃষি বিপনন বিভাগ।

মঙ্গলবার (২ এপ্রিল) রংপুর পর্যটন মোটেলে কৃষি বিপনন অধিদফতর আয়োজিত‘প্রোগ্রাম অন এগ্রিকালচালাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অঙ্গ)‘ প্রকল্পের আঞ্চলিক বিপনন কর্মশালায় এই তথ্য জানানো হয়।

কৃষি বিপনন অধিদফতরের পার্টনার-ডিএম অঙ্গ-এর এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থাটির মহাপরিচালক মাসুদ করিম।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল, ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসান, বিএডিসি বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের যুগ্ম পরিচালক আ ফ ম সাইফুল ইসলাম, কৃষি বিপনন অধিদফতরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক এনএম আলমগীর বাদশা। স্বাগত বক্তব্য রাখেন বিপনন অধিদফতরের রংপুর অঞ্চলের সিনিয়র বিপনন কর্মকর্তা শাহীন আহম্মেদ। কর্মশালায় প্রবন্ধের বিভিন্ন বিষয় নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার (ডিএএম অঙ্গ) এর সিনিয়র মনিটরিং অফিসার রশিদুল ইসলাম ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানা।

কৃষি বিপনন অধিদফতরের মহাপরিচালক জানান, এই প্রকল্পের আওতায় ক্রমহ্রাসমান কৃষি জমি, ক্রমবর্ধমান জনসংখ্যা ও তার চাহিদার বিপরীতে জিডিপিতে ধনাত্বক ধারা অব্যাহত রাখতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে কৃষি উদ্যোক্তা তৈরি, প্রণোদনা ও অনুপ্রেরণা প্রদান, মনিটরিং আম, কাঁঠাল, আলু, টমেটো ও সুগন্ধি চালসহ বিভিন্ন কৃষিপন্যের স্টোকহোল্ডারদের সমন্বয়ে ভ্যালু চেইন প্রমোশোনাল প্লাটফর্ম গঠন করা হবে। এছাড়াও সে অনুযায়ী সেবা প্রদান, দেশে লাভজনক ও পুস্টিকর অপরিচিক ফসল সমূহ উৎপাদন প্রচারণার মাধ্যমে কৃষকদের উৎসাহ প্রদান এবং এলাকাভিত্তিক কৃষক, প্রশিক্ষক ও অংশীজনতের নিয়ে প্রশিক্ষণ সেমিনার, কর্মশালা, এবং সভা আয়োজনসহ বিণ্নি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। ‘

মহাপরিচালক মাসুদ করিম আরো জানান,‘৫ বছর ব্যাপী এই প্রকল্পের মেয়াদে কৃষি ব্যাবসায় যুবক ও নারীদের উৎসাহিত করতে ১২ হাজার নারী ও ৮ হাজার যুবকে অন দা জব রশিক্ষণ প্রদান এবং কর্মংস্থান তৈরি ও ইউকিউবেশন সাপোর্টের আওতায় আসবে। উদ্যোক্তাদের ব্যাবসা নিশ্চিতে যন্ত্রপাতি ও উপকরণ ক্রয়ের জন্য ৭০ শতাংশ অর্থ প্রকল্প থেকে অনুদান দেয়া হবে। এছাড়াও ২০০ উপজেলায় ইনপুটে সেবা, পণ্য কালেকশকন পয়েন্ট, প্যাকেজিং ওয়াশিং, পরার্শ সুবিধাসহ পার্টনার ফার্মার্স হাব তৈরি করা হবে।
কৃষিপণ্য সংশ্লিষ্ট বাজার কারবারিদের জন্য ৫০০ স্টেকহোল্ডার অর্গানাইজেশন গঠন, আম, কাঁঠাল, আলু টমেটো স্টেকহোল্ডারদের সমন্বয়ে মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম গঠন ও পরিচালনা করা হবে। প্রকল্পের আওতায় সারাদেশে ৮১ টি শস্র গুড়াম ও ৬০ টি পাইকারী বাজার মেরামত-সংস্কারও ৬টি অফিস কাম প্রশিক্ষণ কেন্দ্র নির্মানের মাধ্যমে বাজার অবকাঠানো উন্নয়ন করা হবে।

প্রকল্পের আওতায় রংপুর কৃষি অঞ্চলে ৫ জেলার ১৬ উপজেলার ১ হাজার ৩০ জন উদ্যোক্তা তৈরি করা হবে। কর্মশালায় রংপুর কৃষি অঞ্চলের কর্মকর্তা, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল