২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামায়াত নেতা আজিজুল ইসলামের জানাজায় হাজারো মুসল্লির ঢল

জামায়াত নেতা আজিজুল ইসলামের জানাজায় হাজারো মুসল্লির ঢল - ছবি : নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন জামায়াত নেতা অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

রোববার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ সরকার পাড়া জামে মসজিদের মাঠে অ্যাডভোকেট আজিজুল ইসলামের তৃতীয় নামাজে জানাজা শেষে মসজিদের পাশে দাফন করা হয়।

জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, বিএনপির পল্লী উন্নয়নবিষয় সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল সাড়ে ৯টায় অ্যাডভোকেট আজিজুল ইসলামের দীর্ঘ দিনের কর্মস্থল জেলা জজ আদালত প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আদালতের বিচারক এবং আইনজীবীরা অংশগ্রহণ করেন। এরপর সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী, আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অ্যাডভোকেট আজিজুল ইসলাম পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ছিলেন। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন। জামায়াত ইসলামী নির্বাচন বর্জন করায় নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি।

উল্লেখ্য, অ্যাডভোকেট আজিজুল ইসলাম গতকাল শনিবার (৩০ মার্চ) একটি সামাজিক সংগঠনের ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ইফতারের পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। আয়োজকরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আয়েশার দায়িত্ব নিলেন ইউএনও নয়া দিগন্তের মুক্তাগাছা সংবাদদাতা মুর্শেদ আলম লিটন আর নেই রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ

সকল