রংপুরে হত্যার পর রিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪
- রংপুর অফিস
- ২৪ মার্চ ২০২৪, ১৯:১৯
রংপুর মহানগরীর নয়াহাটে চালককে হত্যার পর ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে দেয়ায় মৃত্যু হয় ওই চালকের।
রোববার (২৪ মার্চ) গ্রেফতারদের মধ্য থেকে মোস্তাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পরশুরাম জেন) আল ইমরান হোসেন জানান, গ্রেফতারকৃতরা হলেন রংপুর মহানগরীর নিউ আদর্শ পাড়ার নারায়ন চন্দ্র রায় (৩৪) ও মো: সোহাগ মিয়া (২৫), সদর উপজেলার মাঝপাড়ার আজিজুল ইসলাম (৩৫) পানবাজার এলাকার মো: মোস্তাকিম মিয়া (২৩)।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতাররা স্বীকার করেছেন গত ২৬ ফেব্রুয়ারি রাতে রিকশাচালক জাহিদুল ইসলামকে বদরগঞ্জে যাওয়ার জন্য ভাড়া করে গ্রেফতাররা। এরইমধ্যে সম্পর্ক তৈরি করার মাধ্যমে পথিমধ্যে চায়ের দোকানে বসেন। এ সময় চায়ের সাথে উচ্চমাত্রার সেডিল ট্যাবলেট মিশিয়ে রিকশাচালককে পান করায় তারা। চা পান শেষে বদরগঞ্জের উদ্দেশে রওনা দেয় তারা। কিছুক্ষণ পর রিকশাচালক অজ্ঞান হয়ে গেলে নয়ারহাট বাজারের কাছে রংপুর-বদরগঞ্জ সড়কের পাশে চালককে ফেলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যায় তারা। অতিরিক্ত ঘুমের ওষুধের কারণেই তার মৃত্যু হয়। পরের দিন ২৭ ফেব্রুয়ারি সকালে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া রিকশাটিও উদ্ধার করা হয়েছে। এই অজ্ঞান পার্টি চক্রটি এরইমধ্যে বেশ কিছু ঘটনা ঘটিয়েছে। এরমধ্যে একজন চালক বেঁচে গেলেও তিনি এখনো গুরুতর অসুস্থ রয়েছেন।
হত্যাকাণ্ডের শিকার ব্যাটারি চালিত অটোরিকশাচালক জাহিদুল গঙ্গাচড়া উপজেলার বুড়িডাঙ্গী এলাকার মরহুম খরকু মিয়ার ছেলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা