২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাইবান্ধার ডা: মুহাম্মদ নূরুল হকের ইন্তেকাল

গাইবান্ধার ডা: মুহাম্মদ নূরুল হকের ইন্তেকাল - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ডা: মুহাম্মদ নূরুল হক (৭৯) আর নেই। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, তিনি ৫ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক। তার একমাত্র ছেলে ডা: হাসান মাহবুব-উর-রহমান বিশিষ্ট কার্ডিওলোজিস্ট (বিসিএস)। তিনি বর্তমানে প্রেষণে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এমডি শেষ পর্বে অধ্যয়নরত।

উল্লেখ্য, মরহুম ডা: নূরুল হক গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হোমিওপ্যাথি চিকিৎসক ও বইয়ের লেখক হিসেবে এলাকায় তার বেশ খ্যাতি রয়েছে। এজন্য বেশকিছু পুরস্কারও অর্জন করেছেন। অবসর সময়ে তিনি বই পড়ে ও লিখে এবং চিকিৎসা সেবা দিয়ে সময় পার করেছেন। নিজস্ব আঙ্গিকে কুরআন শরীফের আমপারা তথা ৩০তম পারার কাব্যানুবাদও করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষে দোয়া কামনা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement