২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভুটানের রাষ্ট্রদূতের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শন

ভুটানের রাষ্ট্রদূতের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শন - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন।

রোববার বিকেলে পরিদর্শনের সময় ভুটানের ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রির ডিজি চ্যামিটেসরিন, চিপ ট্রেড অফিসার কিনলে ইয়াংজন, ভুটানের ঢাকা এ্যাম্বাসি কাউন্সিলর জিকরেল টাসরিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন।

এছাড়া বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বেজার মহাব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ মো: যোবায়েদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভুটানের রাষ্ট্রদূত সোনাহাট স্থলবন্দরের হলরুমে বন্দর কর্তৃপক্ষ ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

তিনি সোনাহাট স্থলবন্দর পরিদর্শেনর আগে সকালে কুড়িগ্রামে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হবে। এতে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে।


আরো সংবাদ



premium cement