২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

- ছবি : নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে চিলাহাটি ইউনিয়নের হরিনচরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ওই দুই পরিবারকে এ সহযোগিতা প্রদান করা হয়।

পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও সিনিয়র আইনজীবী মো: আজিজুল হক ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতার অর্থ ও অন্যান্য সামগ্রী তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া, পৌর জামায়াতের আমির মো: বেলাল হোসেন, চিলাহাটি ইউনিয়ন জামায়াতের আমির রবিউল ইসলাম ও সেক্রেটারি হামিদুল ইসলাম, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ।

দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল। এর আগেও যেকোনো মানবিক বিপর্যয়ে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় আজ আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ ১০ হাজার টাকার আর্থিক সহযোগিতা, শুকনো খাবার এবং রান্নার জন্য হাঁড়ি-পাতিলসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের হরিনচরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনসারুল ইসলাম ও জিয়ারুল ইসলাম নামে দুই সহোদরের বসতবাড়ির চারটি ঘর, ধান-চাউল ও আসবাবপত্র পুড়ে যায়। এতে বিপাকে পড়ে পরিবার দু’টি।


আরো সংবাদ



premium cement