ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানসহ পরিবারের ৭ সদস্য হঠাৎ অসুস্থ
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ০৮ মার্চ ২০২৪, ২৩:০৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ও তার পরিবারের ৭ সদস্যের হটাৎ করে একসাথে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় তাদেরকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হয়েছে। অসুস্থ হওয়া অন্যরা হলেন- চেয়ারম্যানের মা মজিরন বেওয়া, তিন বোন শাহেদা, শাহেরা ও ছকিনা বেগম, স্ত্রী চায়না বেগম এবং মেয়ে আখি।
ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, গত বুধবার সকালের খাবার খেয়ে মোজাম্মেল হক ভূরুঙ্গামারীতে যান। সেখানে গিয়ে দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে একপর্যায় অচেতন হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে বাড়িতে আনা হয়। এ সময় পরিবারের অন্য সদস্যদের অসুস্থ অবস্থায় দেখা যায়। শুক্রবারেও তাদের অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যায় চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হয়েছে।
নাগেশ্বরী উপজেলার কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুর মন্ডল বলেন, খবর পেয়ে পরিস্থিতি দেখতে এসেছি। বাড়ির ভেতরে কেউ ১০ থেকে ১৫ মিনিট অবস্থান করলে অসুস্থ বোধ করছেন। অসৎ উদ্দেশে কেউ হয়তো চেতনানাশক ছিটিয়েছে।
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা