২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ, গ্রেফতার ৩

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ, গ্রেফতার ৩ - প্রতীকী

লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরে বিবদমান দু’পক্ষের শ্রমিকের মধ্যে অসন্তোষ এবং সিরিয়াল অফিস দখল নেয়ায় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন (২৪), আবু হানিফ (৩২) ও আরিফুল হাসান চমন (৩২)।

পুলিশ জানায়, বুধবার দুপুরে বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের একাংশের নেতা সাজ্জাদ অস্ত্র-সস্ত্রসহ তার দলবল নিয়ে বুড়িমারী স্থলবন্দরে লালমনিরহাট-বুড়িমারী সড়ক অবরোধ করে শ্রমিকদের সিরিয়াল অফিস দখল করে নেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

জানা গেছে, আটক সাজ্জাদ বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছেন। সাজ্জাদের সাথে অপর সরদার পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে সাজ্জাদ ও সরদার পক্ষের মধ্যে এর আগে সড়ক অবরোধ করে একাধিকবার অস্ত্রসস্ত্র নিয়ে বন্দরে ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেফতার সাজ্জাদের বিরুদ্ধে এর আগে দায়ের করা দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তির কারণে সাজ্জাদ ও অপর দুই আসামির বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement