২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরি, রেখে যাচ্ছে চিরকুট

গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরি, রেখে যাচ্ছে চিরকুট - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরির পর চিরকুট রেখে যাওয়া হচ্ছে। এতে করে বিদ্যুত গ্রাহকরা পড়েছে বিপাকে।

এ রকম ঘটনায় আতঙ্কে সাধারণ কৃষক, সেচপাম্প ও চাতাল মালিকসহ স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা।

চোরেরা মিটার চুরির পর সেখানে মোবাইল ফোন নম্বরসহ চিরকুটে লিখে দিয়ে যাচ্ছে ‘টাকা দিলেই মিটার পাওয়া যাবে’।

জানা গেছে, উপজেলার হরিরামপুর, নাকাই, ফুলবাড়ী, গোবিন্দগঞ্জ পৌরসভার বেশ কিছু এলাকা থেকে গ্রাহকের বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা চিরকুটে দেয়া নম্বরে যোগাযোগ করে ফেরত পাচ্ছেন মিটার। তবে নিরীহ ও অসচ্ছল ব্যক্তিরা টাকা দিতে না পারায় বিড়ম্বনায় পড়ছেন। পৌরসভার শিববাড়ী এলাকার যমুনা অটোরাইস মিলের মালিক নিরাঞ্জন কুমার তার মিটার চুরি গেলে তিনি থানায় একটি সাধরণ ডায়েরি করেন। এ ব্যাপারে কোনো ফলাফল না পেয়ে চোরের দেয়া নম্বরে পাঁচ হাজার টাকা দিয়ে চুরি যাওয়া মিটারটি ফেরত পেয়েছেন।

একই রকম ঘটনার শিকার হয়েছেন হরিরামপুরের রফিক, জাহিদুল ও খলিল মিয়াসহ ওই এলাকার বেশ কয়েকজন কৃষক ও সেচপাম্প মালিক। তারা এই চোর চক্রের হাত রক্ষা পেতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, মিটার চুরির ব্যাপারে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। চোর চক্রের সদস্যদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement