নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
- নীলফামারী প্রতিনিধি
- ০৩ মার্চ ২০২৪, ১৭:০৬
নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনে কাটা পড়ে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মার্চ) সকালে জেলা সদরের সংগলশী ও চওড়া বড়গাছা ইউনিয়নে পৃথক দুই দুর্ঘটনায় মারা যান তারা।
নিহতরা হলেন সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের মানিক চন্দ্রের ছেলে সৌরভ চন্দ্র (২০) ও চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের তছির উদ্দিনের স্ত্রী আনিসা বেগম (৫৫)।
রেলওয়ে থানা সূত্র জানায়, পার্বতীপুর থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনটি। বেলা ১১টার দিকে সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান সৌরভ। একই ইঞ্জিনে কাটা পড়ে মারা যান দক্ষিণ চওড়া এলাকার আনিসা বেগম।
রেলওয়ে থানার অফিসার সাকিউল আজম বলেন, ২০ মিনিটের মধ্যে দুই দুর্ঘটনায় মারা যান তারা। সৌরভ মানসিক সমস্যায় ভুগছিলেন আর আনিসা শ্রবণ প্রতিবন্ধি ছিলেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা