ডোমারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- নীলফামারী প্রতিনিধি
- ২০ ডিসেম্বর ২০২৩, ২২:১৩
নীলফামারীর ডোমারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দু’জন নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের ডোমার ইউপি পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের ঢাঙ্গিরহাট এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ডিপজল (৫৫) ও একই এলাকার বাকিবুল্লাহর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮)।
স্থানীয় ও পুলিশসুত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিপজল তার সঙ্গী জাহাঙ্গীরকে সাথে নিয়ে দেবীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ডোমায় যাচ্ছিলেন। পথে ডোমার ইউপি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক দেবীগঞ্জ আসার পথে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর ছিটকে পড়ে গুরুতর আহত হন ও ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেন ডিপজল। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু সাঈদ চৌধুরী দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে মারা যায় আহত আরেকজন ব্যক্তি। এ ঘটনায় ঘাতক ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় চালক।