ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:১৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালে ওই ইউনিয়নের মইদাম ভুষির ভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নুরুজ্জামান পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকার অকিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মইদাম ভুষির ভিটা এলাকায় গরু পরিবহন করা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় তিনি (নুরুজ্জামান) ভটভটির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে ভূরুঙ্গামারী হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরডুবি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।