নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
- নীলফামারী প্রতিনিধি
- ০৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৯
ট্রেনে কাটা পড়ে নীলফামারী সদর ও সৈয়দপুরে দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অদুরে পাবলিক টয়লেটের কাছে রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ঘোনপাড়ার মরহুম জবান আলীর ছেলে ফজলার রহমান (৬০) ও সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে জায়েদ (৫৫)।
সৈয়দপুর রেলওয়ে থানার সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জায়েদ ও একই দিন সকালে দারোয়ারী খয়রাত নগর এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফজলার রহমানের মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা