১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

লালমনিরহাটে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাটের কালীগঞ্জের দক্ষিণ দলগ্রাম এলাকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সুমি আক্তার (১৪) চাপারহাট উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের মতো পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার। পরে রাত সাড়ে ১১টার দিকে তার বিছানায় কম্বলের নিচে আগে থেকে ওঁৎ পেতে থাকা বিষধর সাপ ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে কামড় দেয়। পরিবারের লোকজন তা বুঝতে না পেরে কবিরাজের ঝাড়ফুঁক করে। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়।

দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন এবং কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ইমতিয়াজ কবির বলেন, ঘটনাটি শুনে ওই এলাকার বিট অফিসারকে পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত জানাতে পারব।


আরো সংবাদ



premium cement

সকল