হিলি সীমান্তের শূন্যরেখায় ঈদ সম্প্রীতির বন্ধনে বিজিবি-বিএসএফ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ জুন ২০২৩, ১৪:০১
মিষ্টি বিনিময়ের মাধ্যমে একে-অপরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার (২৯জুন) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।
বিজিবি জানায়, ঈদ উপলক্ষে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রমেশ কুমারের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।
পক্ষান্তরে, বিএসএফের পক্ষেও বিজিবিকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়। এসময় তারা একে-অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করাসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে কথা আলোচনা করেন।
সুবেদার ইয়াসিন আলী জানান, হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দীর্ঘদিন ধরে এই রেওয়াজ চলে আসছে। এতে উভয় বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হয় এবং যেকোন সমস্যা দ্রুত সমাধান করা যায়। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা