১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

চিরিরবন্দরে পুকুর থেকে লাশ উদ্ধার

চিরিরবন্দরে পুকুর থেকে লাশ উদ্ধার। - প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে কচুরিপানা ভরাট পুকুর থেকে হাচানুর রহমান (৪০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের বাঁশতলার পাড় এলাকা থেকে হাচানুর রহমানের লাশ উদ্ধার করা হয়।

হাচানুর রহমান রাণীপুর গ্রামের ভঘুপাড়ার মকছেদ আলীর ছেলে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, লাশটি দেখতে পেয়ে আমরা পুলিশে খবর দেই। পুলিশ এস লাশ উদ্ধার করে উদ্ধার করে।

নিহত হাচানুরের মা হাসিনা বেগম জানান, মাদক ব্যবসায়ীর সাথে মাদক কেনাবেচার লেনদেনের জের ধরেই এই হত্যাকাণ্ড হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বজলুর রশিদ বলেন, মাদক কারবারিদের সাথে বিবাদে এমনটা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর সবকিছু বোঝা যাবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement