বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশী রাখালকে নির্যাতনের অভিযোগ
- বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তের ওপারে ভারতীয় ইসলামপুর থানার আটঘোরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যের বিরুদ্ধে শামীম (২০) নামে এক বাংলাদেশী রাখালকে ধরে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার পাড়িয়া কোম্পানির সদর দফতর সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে দু’ঘণ্টা শারীরিক নির্যাতন চালিয়ে পরে ছেড়ে দেয়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কদমতলী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শামীম রোববার দুপুরে পাড়িয়া কোম্পানি সদর দফতর ক্যাম্প সীমান্তের ৩৮৬/৪ সাব পিলারের কাছে গরুর জন্য ঘাঁস কাটতে যান। এ সময় ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার আটঘোরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশী যুবক শামীমকে ধাওয়া দিয়ে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে দু’ঘণ্টা পর বিএসএফ তাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাড়িয়া কোম্পানির সদর দফতর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমানের নিকট জানতে চাওয়া হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।
অপরদিকে পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল এলাকাবাসীর বরাত দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন।