১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

রংপুরে বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

রংপুরে বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত -

বদরগঞ্জ উপজেলার দামোদারপুর ইউনিয়নের বাসিন্দা অন্তঃসত্ত্বা আছমা বেগম (৩৫) স্বামীর সাথে চিকিৎসকের কাছে যাওয়ার পথে বাসের চাপায় নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে রংপুরের লাহিড়ীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়ার পথে একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা স্ত্রী আছমা বেগমকে মৃত ঘোষণা করেন। স্বামী রফিকুল গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement