২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রংপুরে বিক্ষোভ

‘জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে সরকার পতনের আন্দোলনে যাবে জাপা’

রংপুর মহানগরীতে জাপার বিক্ষোভ। - ছবি : নয়া দিগন্ত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যের প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছে জাতীয় পার্টি। মিছিল শেষে দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ঘোষণা দিয়েছেন, তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না এলে সরকার পতনের আন্দোলনে যাবে তার দল। সেক্ষেত্রে রংপুরের রাজপথ জাতীয় পার্টির দখলে রাখার ঘোষণাও দেন তিনি।

বুধবার বেলা সাড়ে ১১টায় মহানগর ও জেলা জাতীয় পাটির আয়োজনে নগরীর সেন্ট্রাল রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন সিটি মেয়র। মিছিলটি নগরীর প্রধান সড়কে উঠলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জাপা নেতাকর্মীদের সাথে এ সময় সাধারণ নগরবাসীও মিছিলে অংশ নেন।

পরে তারা পায়রা চত্বরে সমাবেশ করেন। এ সময় সিটি মেয়র ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক শান্তিকাদেরী প্রমুখ।

সমাবেশে জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘বিক্ষোভে নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে ঢল নেমেছিল। তাতে প্রমাণ হয় সরকারের এই সিদ্ধান্ত জনগণ মানে না। এতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের রক্তক্ষরণ হয়েছে। এই দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা বিক্ষোভ করলাম। এরপরেও যদি সরকার তেলের দাম পরিবর্তন এবং নিজেদের অবস্থান থেকে সরে না আসে তাহলে জাতীয় পার্টি হরতালসহ কঠোর আন্দোলনে যাবে।’

সমাবেশে মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আমাদের চাষাবাদে বড় প্রভাব পড়েছে। এ কারণে চাল, আটা, শাকসবজিসহ সকল খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। লোডশেডিংয়ের কারণে মানুষের নাভিশ্বাস উঠে গেছে।’

তিনি বলেন, ‘সব কিছুতেই সরকার ব্যর্থ। যাতে শ্রীলঙ্কার মতো অবস্থা না হয়, সেজন্য আগেই সরকারের সরে যাওয়া উচিৎ।’

সমাবেশে সভাপতির বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টি গণমানুষের দল। তাই গণমানুষের উপর যখন কোনো খড়গ নেমে আসে, দুর্ভোগের কারণ হয়, তার প্রতিবাদে আমরা সবসময় মাঠে থাকি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে বিক্ষোভ এবং সমাবেশ আমরা করলাম, তাতে আপনারা দেখলেন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। পথঘাট বন্ধ হয়ে গেছে। লুঙ্গি পরা মানুষও মিছিলে এসেছে। এর দ্বারা প্রমাণিত হয় এই সরকারের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই।’

তিনি বলেন, ‘আমাদের দাবি, জনগণের দাবি। সরকার পতনের আন্দোলন গণবিপ্লবে রূপ নিবে। তাতে নেতৃত্ব দিবে জাতীয় পার্টি। সেই আন্দোলনের জন্য প্রস্তুত আছে রংপুরের নেতাকর্মীরা। দেশের অন্য স্থানে কোন পরিস্থিতি বা কী হবে সেটা জানি না, তবে রংপুরের রাজপথে যেকোনো ধরনের আন্দোলনে জাতীয় পার্টির নেতাকর্মীদের দখলে থাকবে।’ এজন্য তিনি সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
কপ-২৯ : ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ২০০ মিলিয়ন বরাদ্দ দিতে ইইউ’র সমর্থন চাইল বাংলাদেশ আইসিসির পরোয়ানা : গ্রেফতার হবেন ইসরাইলের প্রধানমন্ত্রী? ছাত্র জমিয়তের ময়মনসিংহ জেলা কমিটি গঠন সবার আগে নির্বাচনী সংস্কার দরকার : এ্যানি হাসিনার নেয়া প্রতিটি রক্তের ফোটার বিচার হবে : ইসহাক খন্দকার ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করে জনবল নিয়োগ দেয়া হবে : রেল উপদেষ্টা বর্ণিল আয়োজনে বশেমুরকৃবির ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত জামায়াত কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় : গোলাম পরোয়ার বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে : শামা ওবায়েদ জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান উপদেষ্টার

সকল