ভূরুঙ্গামারীতে যুবককে কুপিয়ে হত্যা
- ২৬ জুন ২০২২, ১৫:১০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুদি দোকানি এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার মধ্যরাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীর কুটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন ফিরোজ ওই গ্রামের মৃত মল্লুক চানের ছেলে। স্থানীয়দের ধারণা প্রেমঘটিত কারণে ফিরোজকে হত্যা করা হয়ে থাকতে পারে।
জানা গেছে, রাঙ্গালীর কুটির আবুল মোড়ে মুদির ব্যবসা করতেন ফিরোজ। শনিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন ফিরোজ। পথে জোনাব আলীর বাঁশ বাগানের কাছে আসলে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সড়কের কিনারা থেকে রক্তাক্ত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে কচাকাটা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম জানান, হত্যার প্রকৃত ঘটনা উৎঘাটন ও দোষীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।