ফুলবাড়ীতে বাসচাপায় আওয়ামী লীগ নেতা নিহত
- শেখ সাবীর আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
- ৩০ এপ্রিল ২০২২, ২০:১৭
দিনাজপুরের ফুলবাড়ীতে বাসচাপায় ভবেশ চন্দ্র বর্মন (৭২) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব মহেশপুর ব্রম্মচারী নামক স্থানের দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: এনামুল হক স্থানীয়দের বরাদ দিয়ে জানান, সকাল সাড়ে ১০টার দিকে লক্ষিপুর বাজার থেকে বাড়িতে যাবার পথে খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব মহেশপুর ব্রম্মচারী নামক স্থানে দিনাজপুরগামী একটি অজ্ঞাত বাস পিছন দিক থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ভবেশ চন্দ্র বর্মন উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব মহেশপুর ব্রম্মচারী এলাকার মৃত বিনদ বিহারী'র ছেলে এবং খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।