২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬
`

নয়া দিগন্তের পাটগ্রাম সংবাদদাতার মেশিনারি দোকান পুড়ে ছাই

- প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে দৈনিক নয়া দিগন্তের পাটগ্রাম সংবাদদাতা আমিনুর রহমান পাটোয়ারি বাবুলের ‘রিফাত মেশিনারি’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল।

এতে সংবাদদাতার ব্যক্তিগত ব্যবহারের ল্যাপটপসহ নগদ কয়েক হাজার টাকাও পুড়ে যায়।

সোমবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

ভয়াবহ আগুনে অল্প সময়ের মধ্যে পুড়ে গেছে দোকানে থাকা বিভিন্ন মেশিনারির মধ্যে - শ্যালো মেশিন, স’মিলের যন্ত্রপাতি, মবিল, মোটরসাইকেলের পার্টস, রাবারের বোরিং পাইপ, টিউবওয়েলের বোরিং পাইপসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল।

এছাড়া পাশের একটি মোটরসাইকেল মেকারের দোকানও সম্পূর্ণ পুড়ে গেছে।

ভুক্তভোগী আমিনুর রহমান পাটোয়ারি বাবুল জানান, ৩৭ দিন আগে তার দোকানের সামনের একটি দোকান আগুনে পুড়ে যায়। তখন তার দোকানটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি বলেন, সে সময় বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। কিন্তু তার পর দোকানের বৈদ্যুতিক লাইনের সব তার ও অন্যান্য ওয়ারিং সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে। তাই শর্ট-সার্কিট থেকে এবারের আগুন লাগেনি।

কেউ শত্রুতামূলকভাবে এ কাজ করে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ইউএনও ও থানার ওসিকে অবহিত করেছেন বলে জানান সংবাদদাতা বাবুল।


আরো সংবাদ



premium cement